মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন
দিরাই প্রতিনিধি::
দিরাই-শাল্লা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দিরাই উপজেলা বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির প্রথম সদস্য এ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল দিরাই-শাল্লা উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অনতি ও বিভিন্ন বৈধ লিজকৃত জলমহালে জনগণের অবৈধ মাছ ধরার বিষয়ে জরুরী সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সুনামগঞ্জের দিরাই ও শাল্লায় বিগত কিছুদিন ধরে একের পর এক বৈধ লিজকৃত জলমহাল লুটপাট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ঘটছে। এনিয়ে এলাকায় এলাকায় মানুষ আতংকে দিন কাটাচ্ছে। যা বিগত শতবছরের ইতিহাস ঐতিহ্য দিরাই শাল্লার সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত ছিল সেটি ম্লান হচ্ছে এতে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি)’র একজন সচেতন কর্মী ও (দিরাই-শাল্লা) আমার নির্বাচনী এলাকা হওয়া আমি আহত ও ব্যাতিত হয়েছি। এভাবে একটি শান্তিপূর্ণ এলাকায় অশান্তি বিরাজ করবে আমি ঘরে বসে থাকতে পারিনা। আমি দাবি করছি, এই হীন কাজে যারা, জড়িত তাদের কে দ্রুত আইনের আওতায় আনতে হবে। তবে একটি কথা যাতে সাধারণ মানুষ হয়রানির স্বীকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। প্রশাসনের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, কেন দিরাই শাল্লার জলমহাল এভাবে প্রকাশ্যে লুটপাট করছে? কারা ইন্ধনদাতা? দেশীয় ষড়যন্ত্রকারী না বিদেশী ষড়যন্ত্রকারী রয়েছে তা খুঁজে বের করা আপনাদের কাজ। এখানে কি সরকারের বিরুদ্ধে ফ্যাসিবাদী গোষ্ঠী কোন ষড়যন্ত্র করছে কিনা তা খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনী কে আসল অপরাধীকে খুঁজে বের করা সম্ভব হবে বলে আমি মনে করি।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় দিরাই উপজেলা যুবদলের কার্যালয়ে যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ- ২ দিরাই শাল্লা আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল স্থানীয় গনমাধ্যম কর্মীদের নিয়ে সাংবাদিক সম্মেলনে এসব অভিযৈাগ তুলে ধরেন। তিনি আরও বলেন, আমাদের ১৮ কোটি মানুষের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের যে নির্দেশ দিয়েছেন তা অত্যন্ত স্পষ্ট। তা হল কোন অন্যায় ও অপরাধমূলক কর্মকান্ডে আমাদের দলের কেউ জড়িত থাকলে তা কোনভাবেই বরদাস্ত করা হবে না। সাথে সাথে দল থেকে বহিস্কার করা হবে। সুতরাং দিরাই শাল্লার প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি আপনারা তদন্ত করে আসল অপরাধীকে খুঁজে বের করুন আমরা বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী আপনাদের পাশে আছি এবং থাকব। তিনি সাংবাদিকদের কাছে সহযোগিতা চেয়ে বলেন আমাদের লেখনীর মাধ্যমে সঠিক তথ্য তুলে ধরুন আমরা দিরাই শাল্লাবাসী উপকৃত হব।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাইয়ুম, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব ও বেতইরনদীর ইজারাদার লিপন হাসান চৌধুরী, কলেজ ছাত্রদলের আহবায়ক সালমান মিয়া সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।