মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৮:৩২ পূর্বাহ্ন
সাইফ উল্লাহ ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে মূল্যায়ন করা হয়নি ত্যাগী ও দলের দুর্দিনের নেতা কর্মীদের। অযোগ্য, সুবিধাভোগী ও টাকা ওয়ালাদের বর্তমান কমিটিতে জায়গা করে দেওয়া হয়েছে এর প্রতিবাদে বিক্ষোভ করেছে উপজেলা বিএনপির শাহ শাহজাহান অংশ।
বিক্ষোভ কারীরা অভিযোগ করেন, বর্তমান কমিটিতে দুর্দিনে দলের হাল ধরা অনেক নেতাকর্মীদের জায়গা হয়নি এবং একপেষে ও অযোগ্যদের অন্তর্ভুক্ত করে কমিটি করা হয়েছে, এসব হাইব্রিড নেতাদের বাদ দেওয়ার দাবি জানান তারা।
আজ শুক্রবার (৭ই ফেব্রুয়ারি) বেলা সারে তিনটার সময় জামালগঞ্জ ফেরিঘাট থেকে জামালগঞ্জ ইকবাল মার্কেট পর্যন্ত গন মিছিল করেছে জামালগঞ্জ উপজেলা বিএনপির সকল অঙ্গ- সহযোগি সংগঠন। জামালগঞ্জ উপজেলার ৬ টি ইউনিয়ন থেকে আগত সকল নেতাকর্মীরা অংশ নেন। মিছিল শেষে তাহের আহমেদের সঞ্চালনায় সংক্ষিপ্ত আকারে পথ সভায় অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, জালাল উদ্দীন ফারুকী ( সাবেক সাধারণ সম্পাদক জামালগঞ্জ উত্তর ইউপি), শহিদুল ইসলাম(সাবেক সহ-সভাপতি সাচনা ইউপি),আমিনুল ইসলাম ( সাবেক সাংগঠনিক সম্পাদক, সদর ইউপি), আবু সায়েম (যুগ্ম আহবায়ক উপজেলা কৃষক দল), আসাদ নূর সাদী ( সদস্য সচিব উপজেলা কৃষক দল), মেহেদী হাসান রুকন(যুগ্ম আহবায়ক, জামালগঞ্জ উপজেলা যুবদল), তোফায়েল আহমেদ ( যুবদল নেতা),আবু সুফিয়ান ( আহবায়ক, জামালগঞ্জ কলেজ ছাত্র দল) সহ আরো অনেকেই বক্তব্য রাখেন।
সকল অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের পক্ষ থেকে কেন্দ্রীয় ও জেলা বিএনপির কাছে দাবি জানিয়েছেন যে, দলীয় ঐক্য ও সুষ্ঠু প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এই কমিটি পুনর্গঠন করতে হবে।
সকল অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের পক্ষ থেকে কেন্দ্রীয় ও জেলা বিএনপির কাছে দাবি জানিয়েছেন যে, দলীয় ঐক্য ও সুষ্ঠু প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এই কমিটি পুনর্গঠন করতে হবে।