মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন
দিরাই প্রতিনিধি::
দিরাই উপজেলা যুবদলের সদস্য সচিব লিপন হাসান চৌধুরী অভিযোগ করেছেন তার দুটি বিল লুটকরেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ। তিনি মনে করেন অন্তবর্তী সরকারকে বিতর্কিত করতে জলমহাল লুটের ঘটনা ঘটানো হচ্ছে।
এক ভিডিও বার্তায় তিনি বলেন, গত ৫ তারিখ আমার ভরারগাঁও গোপরাঘাট জলমহালটি সজল দাস ও জীবন দাসের নেতৃত্বে প্রায় দুই হাজার মানুষ আমার জলমহালটি লুটপাট করে।
গতকাল রফিনগর ইউনিয়ন এর পিয়াইন নদীর চিকনধাইর জলমহালটি নোয়াগাঁও গ্রামের শ্যামল তালুকদার, খাগাউড়া গ্রামের সুজিত সিলেটের বিধান গ্রুপের ক্যাডার এরা মানুষকে ঐক্যবদ্ধ কইরা আমার জলমহালটা লুটপাট করে।
আমার মনে হচ্ছে ওরা দেশে একটি অস্থিতিশীলতা তৈরী করার জন্য অন্তবর্তীকালীন সরকারকে বিতর্কিত করতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এরা চক্রান্ত করে বিভিন্ন গ্রামের মানুষ এনে জলমহালগুলো লুপপাট করাইতেছে।
যেহেতু টিএনও সাব, ওসি সাব, এসিল্যান্ড সাব সহ সেনাবাহিনী আমার জলমহালের পারো আছলা তারা পাবলিকরে বুঝাইবার লাইগ্গা বক্তব্য দিছইন পরছইন না।
এ সময় তিনি নিজ মোবাইল থেকে প্রশানের লোকদের বক্তব্য শোনান।