মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৮:২৩ পূর্বাহ্ন
“অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কল্যার উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ মার্চ শনিবার জেলা প্রশাসন, সুনামগঞ্জ ও মহিলা বিষয়ক অধিদপ্তর, সুনামগঞ্জ আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ হতে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, জেলা প্রশাসক, সুনামগঞ্জ।
এসসয় আরো উপস্থিত ছিলেন জনাব সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সুনামগঞ্জ; জনাব সুনজিত চন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), সুনামগঞ্জ; জনাব এ জে এম রেজাউল আলম বিন আনছার, উপপরিচালক, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, সুনামগঞ্জসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।