মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন
প্রতি বছরের ন্যায় এবারও জুবিলীয়ান ফুটবল ফেস্ট সিজন ৭ এ অংশগ্রহণ করতে যাচ্ছে জুবিলীয়ান ১৭ ব্যাচ। প্রতিবারের মত এবারও ঈদের পরের দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের প্রাক্তন সব জুবিলীয়ানদের মিলন মেলা।
তাই এই মিলন মেলায় অংশগ্রহণ এর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে জুবিলীয়ান ১৭ ব্যাচ। আজ থেকে মিলন মেলায় অংশগ্রহণ এর জন্য রেজিষ্ট্রেশন শুরু হয়েছে। রেজিষ্ট্রেশন করার শেষ সময় ১৮ রোজা পর্যন্ত।
১৭ ব্যাচ এর সব জুবিলীয়ানদের দৃষ্টি আকর্ষণ করে আল-মারজান বিজয় পাশা বলেন, আর দেরি না করে আজই রেজিষ্ট্রেশন করে ফেলি আমাদের মিলন মেলার জন্য।
তিনি জানান, মিলন মেলার জন্য ১৭ ব্যাচের জার্সি খুব শীগ্রই উন্মোচন করা হবে।
রেজিষ্ট্রেশন এর জন্য যোগাযোগ করুন: আল-মারজান বিজয় পাশা: 01756-690107