মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন

শীর্ষ সংবাদ :
সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের সাথে কলেজ প্রশাসনের একাত্মতা ছাতকে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেফতার জামালগঞ্জে ওয়েভ গ্রুপ গঠন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনিদিষ্ট কালের জন্য শাটডাউন নির্বাচন না হওয়া পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে… মিজান চৌধুরী সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে সুজনের মানববন্ধন শান্তিগঞ্জ বাজারে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন ও জনসংযোগ জেলা বিএনপির আহ্বায়ক মিলনের রোগ মুক্তি কামনায় দিরাইয়ে দোয়া মাহফিল শাল্লায় ইউপি সচিবের প্রোফাইলে শেখ মুজিবুরের ছবি!  ছাতকে নাসির বিড়ি ও মোটরসাইকেল সহদুই চোরাকারবারী আটক

শিশু আছিয়ার ধর্ষকের ফাঁসির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

স্টাফ রিপোর্টার::

মাগুরায় শিশু আছিয়ার ধর্ষকের ফাঁসির দাবিতে সুনামগঞ্জ ইয়ূথ পিস এ্যাম্বাসেডর গ্রুপের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে সুনামগঞ্জ শহীদ মিনারের সামনে মানববন্ধ করে সংগঠনটি। মানববন্ধন থেকে মাগুরার আছিয়া ধর্ষণকারী ও সারাদেশে নারী নিপীড়ন ও হয়রানিকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবী জানানো হয়।

মানববন্ধন থেকে বলা হয় দেশে ধর্ষণ ও নারী শ্লীলতাহানীর ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে যা সভ্য সমাজের জন্য লজ্জার। নারী সমাজ একটি জাতির প্রাণ ও সৌন্দর্যের প্রতীক। অথচ তাদের নিরাপত্তা আজ বিঘ্নিত। অপরাধীরা শাস্তি না পাওয়ায় কারনে এ ধরনের ঘটনা বাড়ছে। ধর্ষকদের আইনের ফাঁকফোকর গলে মুক্তি পাওয়ার সুযোগ বন্ধ করতে হবে। মানববন্ধনে সংগঠনের পক্ষ থেকে নারীদের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানানো হয়।

তারা বলেন, নারীদের জন্য কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠান, গণপরিবহনসহ সব ক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং যৌন হয়রানি ও নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ ও দ্রুত বিচার নিশ্চিত করা, নারীদের জন্য যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করা এবং কর্মসংস্থানে যোগ্যতা অনুযায়ী নিরাপত্তা ও সমান সুযোগ প্রদান, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ বজায় রেখে নারীর স্বাধীনতা, মর্যাদা ও সম্পত্তিসহ মৌলিক অধিকার বাস্তবায়ন করা, সাইবার বুলিং, অনলাইন হয়রানি ও ব্যক্তিগত তথ্যের অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সাইবার নিরাপত্তা জোরদার করা, নারীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং কাউন্সেলিং সুবিধা প্রদান।
হাওর বাঁচাও আন্দোল সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপের সদস্য রিনা বেগম, সিরাজুল ইসলাম পলাশ, মশিউর রহমান রাসেল, নুরুল হাসান আতাহের, কর্ণবাবু দাস, জিয়াউর রহমান, মোঃ ওবায়দুল হক মুন্সী, শিক্ষক সাজাউর রহমান, মাজহারুল ইসলাম, মোস্তাক আহমেদ, ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের সদস্য সাকিব, ইয়াহিয়া আহমদ, ইব্রাহিম, রাব্বি আহমেদ, মাহফুজহ আহমেদ, তুর্য দাস, উম্মে সুমাইয়া তাবাস্সুম, মুন্নি আক্তার, ফৌজিয়া রহমান উষা, আলী ইমরান, অনন্যা তালুকদার, রুমি দাস, ঝরনা আক্তার প্রমূখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2025 surmapostnewsbd.com
Design & Developed BY Ohhre Technologies Limited.