মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলায় এবার প্রায় ৪ লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ছয় মাস থেকে শুরু করে পাঁচ বছরের শিশুদের ক্যাপসুল খাওয়াবে জেলা স্বাস্থ্য বিভাগ।
আগামী ১৫ মার্চ জেলার ২ হাজার ১৬৫ অস্থায়ী টিকাদান কেন্দ্রে ও ১৩টি স্থায়ী টিকাদান কেন্দ্রে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। টিকাদান পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য এদিন সারারাত প্রতিটি উপজেলার সকল কর্মকর্তা ও কর্মচারী স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সার্বক্ষণিক মোবাইল ও জরুরি বিভাগে মেডিকেল টিম কর্মরত থাকবে।
সোমবার সংবাদ সম্মেলন করে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১১ উপজেলার ৮৮ ইউনিয়ন ও একটি পৌরসভায় ৬৬৪ জন স্বাস্থ্য সহকারী, ২৩৪ জন সুপারভাইজার, ৩ হাজার ৫৯২ জন স্বেচ্ছাসেবক কাজ করবে। জেলায় ৬-১১ মাস বয়সী ৪২ হাজার ৫৮৮ শিশুকে, ১২-৫৯ মাস ৩ লাখ ৪১ হাজার ৪২ জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এসময় সিভিল সার্জন আরও জানান, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন মনিটরিংয়ের জন্য সার্বক্ষণিক একটি রুম চালু থাকবে। কন্ট্রোলরুমের যোগাযোগ নাম্বার ০১৭০১২৪৮১৮৬।
সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন বলেন, একসময় আমাদের দেশে রাতে অনেক মানুষ দেখতে পেতেন না, এখন এরকম মানুষ খুব একটা পাওয়া যায় না। এর কারণ এই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। আগে ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হতো। স্বাস্থ্য বিভাগের একটি সফল ক্যাম্পেইন হচ্ছে এই ক্যাম্পেইন। যার কারণে এই রোগ আর নেই। তাই সকল বাচ্চাকে ভিটামিন এ প্লাস খাওয়ানো খুব জরুরি।