মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:৪৯ পূর্বাহ্ন
জেলা বিএনপি কর্তৃক জেলার বিভিন্ন উপজেলািআহ্বায়খ কমিটি গঠনের পর থেকেই বিক্ষোভে ফেটে পরেন ত্যাগী ও বঞ্চিতরা। কমিটি গঠনের পর পরই বিক্ষোভ হয়েছে দিরাই, জগন্নাথপুর, তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলায়। পরে জেলা বিএনপি’র উপজেলা ও পৌরসভা নির্দেশনা দেয় নবগঠিত কমিটিকে কেন্দ্র করে কোন ধরনের মিছিল বা এ বিষয়ে অন্য কোন কর্মকান্ড করা যাবেনা। নির্দেশনাটি কঠোর ভাবে পালন করার জন্য সকলের প্রতি অনুরোধ করা হলো। অন্যথায় নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। কে শোনে কার কথা নির্দেশনা অমান্য করে তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলায় বিক্ষোভ ও সাংবাদিক সম্মেলন করা হয়। বিক্ষোভ থেকে হক-মিলনের কমিটি মানিনা মানবনা সহ আরো বিভিন্ন শ্লোগান দেওয়া হয়।
বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটি অবৈধ ও প্রহসনমূলক আখ্যায়িত করে বিক্ষোভ মিছিল ও পথসভা করে পদ বঞ্চিতরা। এসময় আহবায়ক কমিটি বাতিল করে নতুন করে কমিটি দেয়ার আহবান জানান নেতৃবৃন্দ। বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি থানা সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের প্রাঙ্গণে পথসভায় মিলিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন চেয়ারম্যান অ্যাডভোকেট ছবাব মিয়া।
আজ ১১ মার্চ সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন ও এডভোকেট মোঃ আব্দুল হক সদস্য, (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) আহবায়ক স্বাক্ষরিত কারণ দর্শানো নোটিশ এ বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য মোঃ ছবাব মিয়াকে জানানো হয়, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপি আহবায়ক কমিটি গঠনের পর কোন বক্তব্য থাকলে বিধি মোতাবেক জেলা ও কেন্দ্রকে লিখিত, মৌখিক ভাবে জানানোর কথা বলা হয়েছিল। এ বিষয়ে আপনাদের সাথে মৌখিক এবং ফোনে কয়েক দফা আলোচনা হয়েছে। অথচ আপনারা প্রকাশ্যে মিছিল সভা করেছেন এবং আপত্তিকর বক্তব্য ও স্লোগান দিয়েছেন। এতে দলের ভাব মূর্তি ক্ষুন্ন হয়েছে। যা মোটেও কাম্য নয়। এ বিষয়ে আগামী পাঁচ দিনের মধ্যে কেন আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না এর লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য অনুরোধ করা গেল। অন্যথায় কেন্দ্রের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ নোটিশের কপি প্রফেসর ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, সদস্য জাতীয় স্থায়ী কমিটি, টিম লিডার সিলেট বিভাগ, আলহাজ্ব জিকে গউস, সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগ, জাতীয় নির্বাহী কমিটি, মিফতা সিদ্দিকী, সহ সাংগঠনিক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি দেওয়া হয়।