মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন

শীর্ষ সংবাদ :
সংবাদ সম্মেলনে যুবদল নেতা যুবলীগ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ছাত্র-জনতার উপর হামলা মামলায় বিশ্বম্ভরপুর আ.লীগের সভাপতি সহ ৫ জন কারাগারে অসমর্থ মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হবে… জেলা ও দায়রা জজ মাহমুদুল হাসান শাল্লায় বজ্রাঘাতে কলেজ ছাত্রের মৃত্যু সুনামগঞ্জে ট্রাফিক এর ভূমিকায় ইয়ূথ পিস এম্বাসেডররা দিরাইয়ে বড় ভাইকে না পেয়ে ছোট ভাইকে খুন দিরাইয়ে রাতের আঁধারে ধানের মুটে আগুন  সুনামগঞ্জ সদর ওয়েভ গ্রুপ গঠন শান্তিগঞ্জে মামলার আসামী নিষিদ্ধ ছাত্র সংগঠনের নেতাদের গ্রেপ্তারের না করায় জনমনে উদ্বেগ ছাত্রীদের দাবি আওয়ামী লীগের মন্ত্রীর বাড়ীতে নিরাপত্তায় আছি

সপ্তমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে “জুবিলীয়ান ফুটবল ফ্যাস্ট ২০২৫”

আল-মারজান বিজয় পাশা::

সপ্তমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে প্রাক্তন জুবিলীয়ানদের মিলন-বিরহ,আবেগ-অনুভূতির বাতিঘর “জুবিলীয়ান ফুটবল ফ্যাস্ট ২০২৫”। তাদের অফিসিয়াল ফেসবুক পেজে আজ রাতে ফেসবুক পোস্টের পর সকল ব্যাচের প্রাক্তন জুবিলীয়ানদের মধ্যে অনেকেই তা শেয়ার করেতে দেখা যায়।ফুটবল ফ্যাস্ট কমিটির অন্যতম মুল আয়োজক ব্যারিস্টার আবু সালেহীন তা নিশ্চিত করেছেন ঈদের পরেরদিন সকাল ৯ টায় জুবিলীয়ান ফুটবল ফ্যাস্টের প্রথম ম্যাচ দিয়ে সপ্তম আসরের যাত্রা শুরু হবে।

বিগত ৬ টি আসর দেখলে দেখা যায় চ্যাম্পিয়ান হিসেবে জুবিলীয়ান ১৩ ব্যাচ টেবিল টপার, এরপরের অবস্থানে আছে জুবিলীয়ান ১৭ ব্যাচ; তাদের ঝুলিতে আছে ২ টি চ্যাম্পিয়ান ট্রফি। গত বছর ২৪ টি টিমের আয়োজনে চলেছিল ষষ্ঠ আসরের ফ্যাস্ট। প্রাক্তন শিক্ষার্থীদের অতীত পোস্টের কমেন্ট ঘাটলে দেখা যায় ঈদের মধ্যে বাড়তি মাত্রা যোগ হয়েছে জুবিলীয়ান ফুটবল ফ্যাস্টের মধ্য দিয়ে।

সাবেক এক শিক্ষার্থী বলেন,”ঈদে আমার পোশাক-পরিচ্ছদের জন্য প্রথমেই আমাকে মাথায় রাখতে হয় আমার জুবিলীয়ান ফ্যাস্টের জার্সির প্রতি। সব ব্যাচের বাহারি রঙের জার্সির ভিড় মুখোড়িত থাকে সম্পুর্ণ জেলাজুড়ে। “ফ্যাস্ট নিয়ে মুল আয়োজক কমিটির অন্যতম সদস্য এডভোকেট গোলাম আরিফ জানান,” সবকিছু ঠিক থাকলে ২৪ টি টিম নিয়ে আমরা এবারের সপ্তম আসর শুরু করতে যাচ্ছি। এবারের টিম এন্ট্রির কার্যক্রম চলমান থাকবে আগামী ২০ রমজান (২১ মার্চ) পর্যন্ত। ইনশাল্লাহ আবহাওয়া ঠিকঠাক থাকলে এবারো দিবারাত্রি ম্যাচ (ডে-নাইট) হবে।

“সরেজমিনে দেখা যায় ঈদের তিনদিন সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল জুবিলীয়ানের সবান্ধব অংশগ্রহণে ফুটবল ফ্যাস্ট টি পরিণত হয় এক বিরাট মিলনমেলায়, যেখানে থাকে না কোন বাধা-ব্যবধান, থাকে কেবল থাকে নতুন করে আজ শপথ নিলাম আমরা সবাই জুবিলীয়ান এই ভ্রাতৃত্বের বন্ধনের স্লোগান। আয়োজক কমিটির অন্যতম সদস্য ব্যারিষ্টার ইশতিয়াক আলম জানান “টিম রেজিস্ট্রেশন করার ডেডলাইন দেওয়া হয়েছে এর কয়েকদিন পর সবার উপস্থিতিতে লটারি করে ম্যাচসুচী প্রকাশ করা হবে।

“ম্যাচসুচীর বিষয়ে জুবিলীয়ান ১৬ ব্যাচের শিক্ষার্থী ও আয়োজক কমিটির সদস্য তাসলিমুল ইসলাম তাসলিম জানান ” ম্যাচসুচী টিম এন্ট্রির পরপরেই হবে। সকলকে দাওয়াত দেয়া হবে বিশেষ করে প্রতি দলের ম্যানেজার ও ক্যাপ্টেনদের। সবার অংশগ্রহণে সবার সামনে লটারি করে ম্যাচসুচী নির্ধারণ করা হবে।

“গত আসরের লাইভের কমেন্ট চেক করলে দেখা যায়, সুদুর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, কানাডা, ফ্রান্স, অষ্ট্রেলিয়া, ভারত, পর্তুগাল, ডেনমার্ক সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ফ্যাস্টের আমেজে মেতে থাকেন প্রবাসী জুবিলীয়ানরা।

জুবিলীয়ান ১৭ ব্যাচের নির্ভরযোগ্য খেলোয়াড় সোহেল উচ্চতর শিক্ষায় যুক্তরাজ্যে গমণ করায় তার উপস্থিতি মিস করছেন জুবিলীয়ান ১২ ব্যাচের মোহাম্মদ শরীফ সহ অনেক ফুটবলার।

একাধিক ক্রীড়াপ্রেমী জুবিলীয়ান দুঃখ প্রকাশ করে মন্তব্যে জানান “আজ প্রবাসে থাকলেও মন পড়ে আছে আমার সেই জুবিলীর মাঠে। “ঈদ কে ঘিরে আনন্দে কাটে পুরো জুবিলী স্কুল তথা গোটা সুনামগঞ্জ।

সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকেরাও হয়তো অপেক্ষায় থাকেন সারা বছরের মধ্যে এইদিনগুলাতে তাদের প্রিয় ছাত্রদের এই অবিরাম ভ্রাতৃত্বের বন্ধন দেখতে।

সুরমাপোস্ট নিউজ বিডি “জুবিলীয়ান ফুটবল ফ্যাস্ট ২০২৫” এর নিউজ ভিডিও তাদের পোর্টাল এবং পেইজে নিয়মিত প্রকাশ করবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2025 surmapostnewsbd.com
Design & Developed BY Ohhre Technologies Limited.