মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৯:১০ অপরাহ্ন
দিরাই প্রতিনিধি::
দিরাইয়ে জাতীয় নাগরিক পার্টির আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিরাই গণমিলনায়তন হলে ইফতার পূর্ববর্তী আলোচনায় প্রধানঅতিথির বক্তব্য জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও দিরাই শাল্লা আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী অনিক রায়।
এসময় তিনি বলেন, আমরা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই। আমরা ধর্মের নামে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করতে চাই না। যতক্ষণ পর্যন্ত সমাজের বিভিন্ন বৈষম্য দূর করতে না পারব, ততক্ষণ আমাদের লড়াই চলবে।
ইফতার পূর্ববর্তী আলোচনায় দিরাই উপজেলা জাতীয় নাগরিক পার্টির সমর্থক মাওলানা উবায়দুল্লাহ তাহমিদের পরিচালনায় আরও বক্তব্য রাখেন দিরাই উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব প্রীতম দাসসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।