মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন
দিরাই প্রতিনিধি::
মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুর মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ছড়িয়ে পড়েছে সাড়া দেশে। শিশুটির মৃত্যুর সংবাদের তাৎক্ষনিক মানববন্ধনের আয়োজন করে দিরাই পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)।
বৃহস্পতিবার বার সন্ধ্যায় দিরাই পিএফজির উদ্যোগে পিএফজি সদস্য শাহজাহান সিরাজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, দিরাই উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মানিক মিয়া তালুকদার, দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি প্রশান্ত সাগর দাস, কাজাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোনায়েম আলী, সাবেক ইউপি সদস্য হাফসা বেগম, মহসিনা খাতুন রুমি, সৈদুর রহমান তালুকদার,মজিদা বেগম,আলী আহমদ খাস, জাকেরিন আহমদ, নাজিয়া সরদার, রিয়াজুল ইসলাম, আবু ইউসুফ খান, আশরাফ উদ্দিন, সুবরনা আক্তার ইমা, আফরোজা আক্তার, জান্নাতুল মাওয়া রিচি, আব্দুল্লাহ রাজি, হিরনময় বর্ন, লিপিকা বিশ্বাস, মাহফুজ সরদার প্রমূখ।
মানববন্ধনে বক্তারা দোষীদের দ্রুব বিচারের আওতায় এনে শাস্ত্রি নিশ্চিত এর দাবি জানান।