মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৮:১০ পূর্বাহ্ন
দিরাই প্রতিনিধ::
যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দিরাই-শাল্লা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আজমল হোসেন চৌধুরী জাবেদ এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দিরাই-শাল্লা রোডের আজমল কনভেনশন সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন দিরাই উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দাই মিয়ার।
দিরাই পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, জার্মান বিএনপির সাবেক সভাপতি আকুল মিয়া, দিরাই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, জামায়াতে ইসলাম দিরাই উপজেলা আমীর আব্দুল কুদ্দুস, জমিয়ত নেতা মাওলানা ওবায়দুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মানিক তালুকদার, সমাজ সেবা সম্পাদক মাসুক মিয়া, সহ বিভিন্ন অঙ্গসংঘঠনের নেতৃবৃন্দ সহ রাজনৈতিক সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।