মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৮:৪৫ পূর্বাহ্ন
সুনামগঞ্জ সদর উপজেলার কোরবাননগর ইউনিয়নে হাসনপুর গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৭টি পরিবারকে (৫টি পরিবার সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ এবং ২টি পরিবার আংশিক ক্ষতিগ্রস্ত) ব্র্যাকের পক্ষ থেকে বুধবার মানবিক সহায়তা বাবদ নন-ফুড আইটেম ও নগদ ক্যাশ (৫০০০/- টাকা করে) প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার অতীশ দর্শী চাকমা মহোদয়’কে অবহিত করা হলে তিনি উপজেলা সমাজসেবা অফিসার মো: আবুল হাসান এবং সংশ্লিস্ট ইউনিয়নের চেয়ারম্যান মো: আবুল বারাকত এবং ওয়ার্ড মেম্বার উপস্থিত ছিলেন। ব্র্যাকের পক্ষে থেকে বিডিসি এ কে আজাদ, ফিল্ড কো-অর্ডিনেটর হাবিবুর রহমান, বিডিইউ মো: মোফিজুর রহমান, এলাকা ব্যবস্থাপক(দাবি) মো: হাসানুজ্জামান, বিএম(দাবি) দিপঙ্কর উপস্থিত ছিলেন।