মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৭:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
ঈদের আগে বেতন বোনাসের দাবিতে শনিবার সন্ধ্যা ৭টায় বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ জেলা হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন । রায়পাড়াস্থ সংগঠনেরঅস্থায়ী কার্যালয় হতে ঈদের আগে বেতন বোনাসের দাবিতে লাল পাতাকা মিছিল সুনামগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা কমিটির অন্যতম সদস্য লিটন দাসের সভাপতিত্বে ও উপজেলা কমিটির সাধারণ সম্পাদক টিটু দাসের পরিচালনায় সভায় অতিথিহিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সহসভাপতি আমির উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বিনন্দ কর, সদস্য আলমগীর, স মিল শ্রমিক সংঘ সুনামগঞ্জ সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মনির মিয়া।
বক্তব্য রাখেন, হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন সুনামগঞ্জ সদর উপজেলা কমিটির সদস্য মো: আলম, স্বপন, আমির হোসেন, মো: জালাল মিয়া,হুমায়ুন, ছোটন বর্মন প্রমূখ।
সভায় বক্তারা বলেন, হোটেল শ্রমিকরা সারা বছর হারভাঙ্গা পরিশ্রম করে মালিকের জন্য মুনাফা অর্জন করে। কিন্তু রমজানের অজুহাতে মালিকরা শ্রমিকদের ছায়াটাই করে এমনকি সরকার ঘোষিত বেতনের সম পরিমান বোনাস প্রদানের কথা থাকলেও মালিকরা শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে। সভায় হোটেল মালিকদের উদ্দেশ্য বক্তারা বলেন, ঈদের আগে সকল শ্রমিকদের বকেয়া বেতন ও বেতনের সম পরিমান বোনাস প্রদান করতে হবে।