মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৮:১৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার করে এবং আন্তঃধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহবানে শান্তিগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজির উদ্যোগে “শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে সম্প্রীতি প্রতিষ্ঠায় নাগরিক সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শান্তিগঞ্জ পিএফজির সদস্য সিরাজ মিয়ার সভাপতিত্বে ও পিস এ্যাম্বাসেডর জিয়াউর রহমান এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্চ মোঃ আকরাম আলী।
সভায় স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেজেক্টের কুদরত পাশা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পিএফজির সদস্য জিয়াসমিন আক্তার, জিয়াউর রহমাস, নূরুল হক, সফিকুল ইসলাম, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এইচ এম নাছির, ইয়থ পিস এ্যাম্বাসেডর হাবিবুর রহমান প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্চ মোঃ আকরাম আলী বলেন, সকল স্থারে সম্প্রতি প্রতিষ্ঠায় শান্তিগঞ্জ পিএফজি কাজ করে যাচ্ছে। আমরা যৌথভাবে ও সম্প্রীতি সমাবেশ করেছি। আমি মনে করি পিএফজি যেভাবে সকলস্থরের মানুষকে সম্প্রীতি প্রতিষ্ঠার কাজে যুক্ত করার চেষ্ঠা করছে তাতে সকল মানুষকেই সম্প্রীতি প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে। এখানে আসার আগেও উপজেলার উজানীগাঁও গ্রামে দুগ্রুপের উত্তেজনা প্রসমন করে এসেছি। তিনি মানষকে সংযত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, কথায় কথায় সংঘর্ জড়াতে হবে কেন? বসেওতো দ্বন্দ্ব নিরসন করা যায়। দ্বন্দ্ব হলেই সংঘর্ জড়াতে হবে কেন? তিনি পিএফজির এ কাজকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান।