মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন
শাল্লা প্রতিনিধি::
সুনামগঞ্জের শাল্লা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সাবেক বিচারপতি ও সাবেক সংসদ সদস্য মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি বলেন,দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। বিশেষ করে বিএনপি যদি ঐক্যবদ্ধ না থাকে তাহলে দেশ সংকটে পড়বে।দিরাই-শাল্লায় বিএনপিতে ঐক্য সৃষ্টি করলে হবে না।দেশ রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা জানেন, আমাদের পাশের দেশের আচরণ ভালো মনে হচ্ছে না।কাজেই সবাই সতর্ক থাকতে হবে।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তিনি বলেন, আমাদের দিরাই-শাল্লার সাবেক সাংসদ নাসির উদ্দীন চৌধুরী অসুস্থ এবং আজকে দিরাই বিএনপির সাবেক সভাপতি কামরুজ্জামান সাহেব সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত। আমি দুজনেরই সুস্থ কামনা করি।
উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুব সোবহানী চৌধুরীর সভাপতিত্বে ও যুবদল নেতা এইচএম এরশাদের সঞ্চালনায় অন্যানের মাঝে বক্তব্য রাখেন রাখেন জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার মাহদিন চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নিত্যনন্দ দাস নিতাই, দিরাই উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি সুজাত আহমদ চৌধুরী, ছাত্রদল নেতা আশিকুর রহমান, রাব্বুল হোসাইন, রোমান আহমেদ,আবু সায়েম প্রমূখ।