মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন
শাল্লা প্রতিনিধি::
সুনামগঞ্জের শাল্লায় জাতীয়তাবাদী দল বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ(বুধবার) উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা গণমিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রোমান আহমেদের সঞ্চালনায় এসময় বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল আওয়াল, যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ দাস,সদস্য ডা: উসমান গনি, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোঃ আব্দুল মজিদ,ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুর রহমান,স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আমিন,ছাত্রদলের সদস্য সচিব বাপন আহমেদ প্রমূখ।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায়, ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিলে বক্তারা বলেন, বিএনপি বাংলাদেশের একটি বৃহৎ বড় দল। বাচাই করে এখানে ত্যাগীদের মূল্যায়ন করে রাজনীতি করার সুযোগ করে দিতে হবে। নির্বাচন বেশি দূরে নয়,প্রস্তুতি নিতে হবে, জনগণের জন্য কাজ করতে হবে।
এসময় উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদল,কৃষকদল স্বেচ্ছাসেবক দল,জিয়া মঞ্চের নেতৃবৃন্দ সহ এলাকার বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।