মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:০৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়ন এর কাইমা বাজারে গতরাত সেহরির সময় রহমানএন্টার প্রাইজ এ চুরির ঘটনা ঘটেছে।
সরেজমিনে দেখা যায়, দোকানের পেছনের ষ্টিলের দড়জা ভেঙ্গে চুরেরা প্রায় বিশহাজার টাকার মালামাল নিয়ে যায়।
রহমান এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী মাওলানা জুনায়েদ আহমদ জানান, রাত সাড়ে তিনটার দিকে আমি সেহরী খেতে বাড়িতে যাই। বাদফজর দোকানে এসে দখতে পাই আমার বিচানার পাশের বাইলে রাখা কোন মালামাল নেই। পরে দেখি পেছনের দড়জাখোলা। সব মিলেয়ে আমার ২০-২৫ হাহার টাকার মালামাল ও ক্যাশ রক্ষিত দুই হাজার টাকা নিয়ে যায়।
তিনি আরো জানান, বাজারে সারারাত জোয়ার আসর বসে। কয়েকটি দোকানে নিয়মিত গাঁজা বক্রী হয়। মদের আসরও বসে। এসব বিকারগ্রস্থরা প্রায়ই বাজারে চুরির ঘটনা ঘটায়। তারা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।