মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৮:২০ অপরাহ্ন
দিরাই প্রতিনিধি::
দিরাই উপজেলা বিএনপি’র সদ্য বিদায়ী সভাপতি সরমঙ্গল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রবীন রাজনীতিবিদ কামরুজ্জামান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, দিরাই-শাল্লার সাবেক এমপি নাছির উদ্দীন চৌধুরী।
এক শোক বার্তায় তিনি বলেন, কামরুজ্জামান বিএনপির পরীক্ষিত নিবেদিত কর্মী। তিনি দলে দুঃসময়ে কর্মীদের পাশে ছিলেন। দলের সকল আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয় ছিলেন। তিনি রাজনৈতিক জীবনে আমার সহকর্মী ছিলেন। তার মাঝে কোন উচ্ছ বিলাশ ছিল না। দলের প্রয়োজনে তিনি ছিলেন আপোষহীন।
কামরুজ্জামানের মৃত্যু দল এবং আমি ক্ষিতগ্রস্থ হবো। আমার সকল নির্বাচনে তিনি প্রহরীর মত কাজ করেছেন। তার মৃত্যুতে আমি একজন পরীক্ষিত কর্মীকে হারিয়েছি। তার মৃত্যুতে আমি গভীর শোকাহত। তিনি সভাপতির শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের জানাযায় সকলের অংশ গ্রহন কামনা করেন।