মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন
সিলেটে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। বুধবার দিরাইর দু’জন সহ মিছিলকারী ৮ জনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- মিছিলে নেতৃত্ব দেওয়া নগরীর পাঠানটুলা লন্ডনি রোড এলাকার হাফিজ খানের ছেলে শাফায়াত খান, মদিনা মার্কেট এলাকার গার্ডেন গলি বাসার বাসিন্দা এবং সুনামগঞ্জের দিরাই ভাটিপাড়া গ্রামের রাহাত নুরের ছেলে জহিরুল ইসলাম, পাঠানটুলা এলাকার আমির খান গলির বাসিন্দা ও সুনামগঞ্জের দিরাই থানার মাটিয়াপুর গ্রামের জালাল আহমদের ছেলে সোহেল আহমদ সানী, সিলেটের টুকেরবাজার নালিয়া এলাকার রমনী মোন করের ছেলে রবিন কর, নাইওরপুল এলাকার বঙ্গবীর ব্লক-বি-৮২ এর বাসিন্দা ফারুক আহমদের ছেলে ফাহিম আহমদ, শামীমাবাদ এলাকার রহমান ভিলার বাসিন্দা নুর মিয়ার ছেলে রাজন আহমদ রমজান, পাঠানটুলা এলাকার আমির খান গলির বাসিন্দা মৃত হাফিজ খানের ছেলে বশির খান লাল এবং খাদিমপাড়া এলাকার মতিন মিয়ার ছেলে সোয়েব আহমেদ।
জানা যায়, বুধবার সকালে নগরীর ধোপাদীঘিরপাড় এলাকায় মিছিল ও লিফলেট বিতরণ করে ছাত্রলীগ। ১৫-২০ জনের একটি দল মহানগর ছাত্রলীগের ব্যানারে এই মিছিল বের করে। ব্যানারে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের ছবি ছিল এবং তার নামে স্লোগান দিতেও শোনা যায়। পরে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে।
উল্লেখ্য দিরাই উপজেলার শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী সিলেট শহরের মদিনা মার্কেট এলাকায় বসবাস করছেন।