মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৯:০১ অপরাহ্ন
শাল্লা প্রতিনিধি::
সুনামগঞ্জের শাল্লায় দু’দিন ধরে বিদুৎ না থাকায় এতে চরম বিপাকে পরেছে ঘুঙ্গিয়ার গাঁও বাজারের পাঁচ শতাধিক ব্যবসায়ি ও আশেপাশের সহস্রাধিক গ্রাহক।গত ৪ এপ্রিল রাত আনুমানিক চারটা থেকে আজ ৫ এপ্রিল বিকাল তিনটা পর্যন্ত এই সংবাদটি লেখা পর্যন্ত বিদ্যুতের সংযোগ চালু হওয়ার নিশ্চয়তা দিতে পারেনি বিদ্যুৎ কতৃপক্ষ। তবে ভেঙ্গে যাওয়া খুঁটি পরিবর্তন করে নতুন খুঁটি বসানোর কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের একজন প্রকৌশলী।
জানা যায়,শাল্লা সদরের বিদ্যুতের এই সংযোগটি পিডিবির আওতাভুক্ত। এবং দিরাই বিদ্যুৎ অফিস থেকে মাত্র তিন কিলোমিটার দূরে বিদ্যুতের একটি খুঁটি পড়ে যাওয়ায় শাল্লার একমাত্র বিদ্যুৎ লাইনটি দুদিন ধরে বন্ধ রয়েছে। আজকে দুইরাত দুইদিন শাল্লা উপজেলা সদরবাসী বিদ্যুৎহীন অবস্থায় আছে। শাল্লা সদরস্হ ঘুঙ্গিয়ারগাঁও বাজারের ব্যবসায়ী মোঃ মুহিদ মিয়া বলেন,দু’দিন ধরে বিদুৎ না থাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানে প্রায় পঞ্চাশ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিদুৎ না থাকায় বরফের অভাবে অনেক জিনিস নষ্ট হয়ে গেছে। তিনি বলেন হঠাৎ করে বিদ্যুতের খুঁটি পড়ে যাওয়ার ঘটনাটি দীর্ঘ দিনের সমস্যা। ঝড় বাতাস ছাড়াই অনেক সময় এই লাইনে বিদ্যুতের খুঁটি পড়ে যায়। পুরাতন খুঁটিগুলো পরিবর্তন করে এসবের স্থায়ী একটা সমাধান অতিব জরুরি বলে জানান তিনি।
সদরস্হ মুসলিম পাড়ার বাসিন্দা ও পিডিবির গ্রাহক হুমায়ুন আহমেদ বলেন,বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছি। তাছাড়া ঘুঙ্গিয়ারগাঁও বাজারে তার একটি স্টুডিও রয়েছে,বিদ্যুৎ না থাকায় ব্যবসাতেও লস গুণতে হচ্ছে তাকে।
এবিষয়ে পিডিবির আবাসিক প্রকৌশলী পরশুরাম তালুকদার বলেন খুঁটির কাজ চলমান রয়েছে। আমি নিজেও স্পটে রয়েছি। কখন বিদ্যুৎ সংযোগ চালু হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন সন্ধ্যার আগে বিদ্যুৎ সংযোগ চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।