মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন
শাল্লা প্রতিনিধি::
সুনামগঞ্জের শাল্লায় বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ৬ এপ্রিল রবিবার বিকালে উপজেলার ৩নং বাহাড়া ইউনিয়নের অন্তগত প্রতাপপুর গ্রাম ও বাজারবাসীর আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানটি পালন করা হয়েছে।
এসময় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল আওয়াল, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, বাবু নিত্যান্দ দাস,মোঃ আব্দুল করিম সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।এছাড়াও অন্যান্যদের মধ্যে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।