মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:৩৩ পূর্বাহ্ন
দিরাই প্রতিনিধি::
সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুব চৌধুরী দিরাই বাসীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। রোববার বিকেলে দিরাই পৌরশহরের জালাল সিটি সেন্টারের কনফারেন্স হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংবাদ কর্মী গোলাম জিলানীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপি নেতা আব্দুল জলিল, কাজি নুরুল আজিজ চৌধুরী, মুরাদ চৌধুরী, দিরাই রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম সোহাগ, যুবদল নেতা আলেক উদ্দিন, বিএনপি নেতা ও ইউপি সদস্য আব্দুস সামাদ, সাংবাদিক এহিয়া আহমদ লিটন, দিরাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রশিদ আহমদ চৌধুরী, যুবদল নেতা গৌছুল হক, রবিন তালুকদার, ছাত্রদল নেতা মাহি তালুকদার, এনামুল তালুকদার, মাওলানা আব্দুল খালেক, মিলন মিয়া, রিফাত হাসান, পায়েল বিশ্বাস, আরিফ মিয়া, হেলাল হাসান, দিগন্ত তালুকদার প্রমূখ।