মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন

শীর্ষ সংবাদ :
সংবাদ সম্মেলনে যুবদল নেতা যুবলীগ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ছাত্র-জনতার উপর হামলা মামলায় বিশ্বম্ভরপুর আ.লীগের সভাপতি সহ ৫ জন কারাগারে অসমর্থ মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হবে… জেলা ও দায়রা জজ মাহমুদুল হাসান শাল্লায় বজ্রাঘাতে কলেজ ছাত্রের মৃত্যু সুনামগঞ্জে ট্রাফিক এর ভূমিকায় ইয়ূথ পিস এম্বাসেডররা দিরাইয়ে বড় ভাইকে না পেয়ে ছোট ভাইকে খুন দিরাইয়ে রাতের আঁধারে ধানের মুটে আগুন  সুনামগঞ্জ সদর ওয়েভ গ্রুপ গঠন শান্তিগঞ্জে মামলার আসামী নিষিদ্ধ ছাত্র সংগঠনের নেতাদের গ্রেপ্তারের না করায় জনমনে উদ্বেগ ছাত্রীদের দাবি আওয়ামী লীগের মন্ত্রীর বাড়ীতে নিরাপত্তায় আছি

মো. আব্দুল লতিফ জগদল আল ফারুক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত

সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার জগদল আল ফারুক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মো. আব্দুল লতিফ নির্বাচিত হয়েছেন।

গত ২০ মার্চ ২০২৫, সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ৩৭.১৪.৯১০০.০০০.৪০০-৬৯.০১১৭.২৫.৬৩০ নং স্মারকের বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

মো. আব্দুল লতিফ দীর্ঘদিন ধরে শিক্ষা ও সামাজিক উন্নয়নে ভূমিকা রেখে আসছেন। তিনি ১৯৭৮-৭৯ সালে বিদ্যালয়টির ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন এবং ১৯৮৬ সালে মদন মোহন কলেজের ছাত্র সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

তিনি ১৯৯০ এর গণঅভ্যুত্থানের পর জাতীয়তাবাদী যুবদল দিরাই উপজেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে সুনামগঞ্জ জেলা যুবদলের কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হন। পাশাপাশি তিনি জেলা বিএনপির কার্যকরী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এছাড়া, তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর বাস্তবায়ন পরিষদের আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে সিলেটস্থ দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক এবং মাওলানা শেখ আব্দুল গফুর স্মৃতি ট্রাস্টের চেয়াম্যানের দায়িত্ব পালন করছেন।

তার এডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2025 surmapostnewsbd.com
Design & Developed BY Ohhre Technologies Limited.