মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৮:২৬ অপরাহ্ন
প্যালেস্টাইনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) সুনামগঞ্জ জেলা কমিটি। বুধবার বেলা ২ টায় সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ডে শ্রমিক কৃষকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মাথায় লাল কাপড় বেদে লাল পতাকা মিছিল সুনামগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে স্থানীয় আলফাত উদ্দিন চত্বরে সমাবেশে মিলিত হয়। জতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রত্নংকুর দাস জহরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন,বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু,সহসভাপতি আমির উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল সুনামগঞ্জ জেলা হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সুরনঞ্জিৎ দাস,মো: আলম,সুনামগঞ্জ সদর উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক সংঘের সভাপতি মো: আব্দুর রউফ, সহ সভাপতি রফিক মিয়া, সাধারণ সম্পাদক মো: আব্দুল করিম,স মিল শ্রমিকসংঘ সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মনির মিয়া,হকার্স শ্রমিক সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ক্ষৌরকার শ্রমিক সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক বাপ্পা চন্দ, প্রমূখ।