মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন

শীর্ষ সংবাদ :
সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের সাথে কলেজ প্রশাসনের একাত্মতা ছাতকে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেফতার জামালগঞ্জে ওয়েভ গ্রুপ গঠন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনিদিষ্ট কালের জন্য শাটডাউন নির্বাচন না হওয়া পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে… মিজান চৌধুরী সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে সুজনের মানববন্ধন শান্তিগঞ্জ বাজারে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন ও জনসংযোগ জেলা বিএনপির আহ্বায়ক মিলনের রোগ মুক্তি কামনায় দিরাইয়ে দোয়া মাহফিল শাল্লায় ইউপি সচিবের প্রোফাইলে শেখ মুজিবুরের ছবি!  ছাতকে নাসির বিড়ি ও মোটরসাইকেল সহদুই চোরাকারবারী আটক

আইন নিজের হাতে তুলে নিলে ব্যবস্থা নেওয়া হবেস্বরাষ্ট্র উপদেষ্টা


স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগের থেকে আইন-শৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে। ভবিষ্যতে আর কোনো মব সহ্য করা হবে না। কেউ আইন নিজের হাতে তুলে নিতে চাইলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আজ বৃহস্পতিবার ১০ এপ্রিল সিলেটে বিমানবন্দর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।

মবের বিরুদ্ধে সবাইকে অবস্থান নেওয়ারও আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেহেতু থানা থেকে লুট হওয়া সব অস্ত্র এখনো উদ্ধার করা সম্ভব হয়নি সেহেতু লুট হওয়া অস্ত্র বাহিরে থাকলে কিছুটা নিরাপত্তার হুমকি তো থাকবেই। তবে ৫ আগস্টের পর দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অনেক পরিবর্তন হয়েছে।

লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আরো বলেন, অনেকে সময় পুলিশের অ্যাকশন নিতে দেরি হয়। কেননা অনেক গাড়ি জ্বালিয়ে-পুড়িয়ে দেওয়া হইছে। আর আমরাও এখনো নতুন গাড়ি তাদেরকে দিতে পারিনি। তাই পুলিশকে পূর্ণ সামর্থ্যে এখনো ফিরিয়ে আনা সম্ভব হয়নি। সবমিলিয়ে এখনো পুলিশকে পুনর্গঠন করা যায়নি। সামনের দিনগুলোতে পুলিশের সার্বিক অবস্থা এবং আইন-শৃঙ্খলার আরো উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

পুলিশের কাছ থেকে শুধু চাইলে হবে না, তাদের কিছু দিতেও হবে উল্লেখ করে তিনি বলেন, থাকা খাওয়াসহ পুলিশের জীবনমানে অনেক ঘাটতি থাকা সত্বেও পুলিশ যথাসাধ্য কাজ করে যাচ্ছে। পুলিশের কাছে আমাদের অনেক প্রত্যাশা, তবে প্রত্যাশার পাশাপাশি তাদের জীবনযাত্রার মানের উন্নতি এবং ঘাটতি পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে চিঠি পাঠানোর পর আপডেট আছে কিনা? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, শেখ হাসিনাকে গ্রেফতারের বিষয়ে ইন্টারপোলে চিঠি দেওয়া হয়েছে। তবে সে বিষয়ে এখনও জানানোর মতো নতুন কোনো তথ্য নেই।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. রেজাউল করিম, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. শাহরিয়ার আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2025 surmapostnewsbd.com
Design & Developed BY Ohhre Technologies Limited.