মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুর প্রতিনিধি::
২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার্থদের শুভেচ্ছা জানিয়েছে বিশ্বম্বরপুর ইয়ূথ পিস এম্বাসেডর গ্রুপ। ১০ এপ্রিল একযোগে দেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা।
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর উপজেলার বিশ্বম্ভরপুর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে বিশ্বম্বরপুর ইয়ূথ পিস এম্বাসেডর গ্রুপ এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ব্যানার টানিয়েছে। বিষয়টি ছাত্র-ছাত্রীদে দৃষ্টি আকর্ষণ করেছে।
নাম প্রকাশে এক পরীক্ষার্থী জানান, ব্যানারটির প্রথম কথাটাই ভাল লেগেছে “সংঘাত নয়, শান্তি-সম্প্রীতির বাংলাদেশ গড়ি। জীবনে খকনো সুযোগ হলে এমন কাজের সাথে নিজেকে জড়াবো। তিনি এ ব্যানার যারা টানিয়েছেন তাদের অভিনন্দন জানান।
বিশ্বম্বরপুর ইয়ূথ পিস এম্বাসেডর গ্রুপ এর সমন্বয়কারী সামছুল কবির জানান, ছাত্ররাই আগামী বাংলাদেশের কারিগর হবে। আমরাও ছাত্র তাই ছাত্রদের মাঝে যাতে দেশ প্রেম জাগ্রত হয় সে লক্ষ্যেই আমরা বলছি,“সংঘাত নয়, শান্তি-সম্প্রীতির বাংলাদেশ গড়ি। আরেক সমন্বয়কারী সাগর দেবনাথ জানান, সকালেই আমি নিজে উপস্তিত থেকে ব্যানারটি টানিয়েছি। সবাই আমাদের শুভেচ্ছা গ্রহণ করছে।
আরেক সমন্বয়কারী সুষ্পা হাজং বলেন, আমরা সমাজে শান্তি সম্প্রীতি বজায় রাখতে কাজ করছি। আশা করি আমাদের এ কাজ বিশ্বম্ভরপুরে দৃশ্যমান কিছু হবে। আজকে আমাদের এ ব্যাতিক্রম আয়োজন।