সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন

ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন সুনামগঞ্জ সদর উপজেলার ইকবালনগর এলাকার বাসিন্দা তাজুল ইসলাম (৩০) এবং ওয়েজখালী গ্রামের মোঃ রুবেল ইসলাম (২৬)।

গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকাল ৫টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার সাহেববাড়ি ঘাট সংলগ্ন রাস্তার ওপর অভিযান চালানো হয়। ডিবি পুলিশের এসআই তানজির আহমেদের নেতৃত্বে একটি টিম উক্ত অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে ৪২ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উক্ত ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2025 surmapostnewsbd.com
Design & Developed BY Ohhre Technologies Limited.