মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন

শীর্ষ সংবাদ :
সংবাদ সম্মেলনে যুবদল নেতা যুবলীগ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ছাত্র-জনতার উপর হামলা মামলায় বিশ্বম্ভরপুর আ.লীগের সভাপতি সহ ৫ জন কারাগারে অসমর্থ মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হবে… জেলা ও দায়রা জজ মাহমুদুল হাসান শাল্লায় বজ্রাঘাতে কলেজ ছাত্রের মৃত্যু সুনামগঞ্জে ট্রাফিক এর ভূমিকায় ইয়ূথ পিস এম্বাসেডররা দিরাইয়ে বড় ভাইকে না পেয়ে ছোট ভাইকে খুন দিরাইয়ে রাতের আঁধারে ধানের মুটে আগুন  সুনামগঞ্জ সদর ওয়েভ গ্রুপ গঠন শান্তিগঞ্জে মামলার আসামী নিষিদ্ধ ছাত্র সংগঠনের নেতাদের গ্রেপ্তারের না করায় জনমনে উদ্বেগ ছাত্রীদের দাবি আওয়ামী লীগের মন্ত্রীর বাড়ীতে নিরাপত্তায় আছি

তাহিরপুরের সীমান্তে চিহিৃত চোরকারবারী গ্রেফতার

সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার::

সরকারের রাজস্ব ফাকিঁ দিয়ে সুনামগঞ্জের  তাহিরপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় কসমেটিকসসহ বিভিন্ন ধরনের পণ্যের চালান নিয়ে দেশের ভেতরে প্রবেশ করার সময় সাংবাদিকতার নাম ব্যবহারকারী এলাকার চিহিৃত চোরকারবারীদের গডফাদার সাবজল হোসেনকে গ্রেফতার করেছেন ২৮ বর্ডার গার্ড(বিজিবি)”র সদস্যরা।  শুক্রবার গভীর রাতে সীমান্ত রক্ষাকারী বাহিনীর চোঁখ ফাঁকি দিয়ে এই সাংবাদিক নামক চিহিৃত চোরাকারবারী সাবজল হোসেন কসমেটিকসসহ বিভিন্ন ধরনের ভারতীয় অবৈধ পন্য তাহিরপুরের পূর্ব লাকমা সীমান্ত এলাকা দিয়ে দেশে আনার সময় বালিয়াঘাট বিজিবি”র সদস্যরা চালানসহ চোরাকারবারীকে গ্রেফতার করেন।  গ্রেফতারকৃত চোরাকারবারী সাবজল হোসেন তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের দুধের আউটা গ্রামের মোঃ পিয়ার আলীর ছেলে।  স্থানীয়রা জানান,সাবজল হোসেন সাংবাদিকতার সাইনবোর্ড ব্যবহার করে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় একটি শক্তিশালা চোরাকারবারের নেটওয়ার্ক গড়ে তুলেন এবং সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি, ও বিএসএফ এর সদ্যদের চোখ ফাঁকি দিয়ে অবৈধ পন্থায় প্রায় সময়ই গভীর রাতে তার সাঙ্গপাঙ্গদের নিয়ে সীমান্ত পিলার অতিক্রম করে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করে  ভারতীয় কসমেটিকসসহ বিভিন্ন ব্র্যান্ডের মরণ নাশক মাদকদ্রব্য দেশের ভেতরে এনে এলাকার যুব সমাজকে মাদকাসক্তে পরিণত করেছেন।  এই চোরাকারবারী সাবজল হোসেনের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার পর্যন্ত সাহস পেত না। সে বিভিন্ন সময় সাংবাদিকতার নাম ভাঙ্গিয়ে তার অপকর্মের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে উল্টো তাদের বিরুদ্ধে চোরাকারবারী সাবজল হোসেন সংবাদ প্রকাশের ও হুমকি দিতেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই সাংবাদিকদের জানান। ঘটনার দিন ভারতীয় অবৈধ কসমেটিকসহ বিভিন্ন ধরনের পণ্য দেশের আনার সময় বিজির সদস্যরা ভারতীয় মালামালসহ তাকে গ্রেফতার করলে ও তার সাথে থাকা আরেক চোরাকারবারী আব্দুল কাদির সুকৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে শুক্রবার রাতেই বিজিবি বাদি হয়ে তাহিরপুর থানায় একটি মামলা দায়েরের পর শনিবার তাকে সুনামগঞ্জ আদালতে হাজির করা হলে আদতালতের বিঞ্জ বিচারক তার জামিন না মুঞ্জর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।  এ ব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ দিলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,শুক্রবার রাতেই বিজিবি বদি হয়ে চোরাকারবারী সাবজল হোসেনকে গ্রেফতার দেখিয়ে তার সহযোগিত আব্দুল কাদিরকে পলাতক আসামী করে তাহিরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাকে আদালতে প্রেরণ করা হলে বিঞ্জ আদালত তার জামিন না মুঞ্জর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2025 surmapostnewsbd.com
Design & Developed BY Ohhre Technologies Limited.