মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন
দিরাই প্রতিনিধি::
দিরাই ইয়থ পিস এ্যাম্বাসেডর গ্রুপ’র উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপএস প্রকল্পের সহযোগিতায় ত্রৈমাসিক সভা ও প্রমিলা ফুটবল প্রতিযোগিতা রবিবার দিরাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ওয়াই পিএজির আশরাফ উদ্দিন এর সভাপতিত্বে এবং যুগ্ম সমন্বয়কারী লিপিকা বিশ্বাস এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা। সভায় সর্ব্ব সম্মতিক্রমে দিরাইয়ে রাজনৈতিক সম্প্রীতি নিয়ে আগামী ছয় মাস কাজ করার সিদ্ধান্ত নেয় দিরাই ওয়াইপিএজি।
সভায় জানানো হয়, একটি উদার অসম্প্রাদায়িক, বহুত্ববাদী সহনশীল, মুক্ত, মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে কাজ করছি আমরা। দিরাইয়ে রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখার লক্ষে আগামী ছয় মাসের একটি প্রকল্প বাস্তবায়ন করা হবে। উপজেলার দিরাই পৌরসভার ৭ ও ৮ নং ওয়ার্ডে এ প্রকল্প বাস্তবায়িত হবে। এ সময় রাজনৈতিক দলের নেতাদের সাথে মতবিনিময়, ছাত্রনেতারে সাথে পাঠচক্র সহ বিভিন্ন কার্য কমে বাস্আথবায়ন করা হবে। সবশেষে একটি সেমিনার আয়োজন করে ছয় মাসের কাযক্রমের ফলাফল তুলে ধরা হবে।
সভায় বক্তব্য রাখেন, ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের সদস্য নাজিয়া সরদার, ইউসুফ খান, রিয়াজুল ইসলাম, তপু দাস, সৌরভ মিয়া, বাবলী, মিলি নন্দি, মাহফুজ সরদার, সুবর্না আক্তার ইমা প্রমূখ।
সভা শেষে মিলি নন্দি এবং সুবর্ণা আক্তার ইমার দলের মধ্যে প্রমি ফুটবলের আয়োজন করা হয় খেলায় মিলির দল ২-১ গোলে বিজয়ী হয়।
খেলায় অংশ নেন, সুনামগঞ্জের মোসাদিবদকা আক্তার, রাবিয়া আক্তার, আখলিমা আক্তার, ব্রাহ্মণবারিয়া বাঞ্জারামপুরের আফরোজা আক্তার, দিরাই রাধানগরেরশাবানা আক্তার, শুকুরনগরের বৃষ্টি, কর্ণগাঁও এর মাইশা, দিরাইর সীমা, সাদিয়া, ইউরোপা প্রমূখ।
খেলা শেষে চ্যাম্পিয়ান ও রানার্স আপ দলকে ট্রপি প্রদান করা হয়। খেলায় অংশ গ্রহণকারী খেলোয়ার, টিম ম্যানেজার, রেফারী ও সহকারী রেফারীদের সম্মাননা ক্র্যাস্ট প্রদান করা হয়।