মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন
দিরাই প্রতিনিধি::
দিরাই-শাল্লাবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন, যুক্তরাজ্য বিএনপি’র যুগ্ম সম্পাদক আজল হোসেন চৌধুরী জাবেদ। শুভেচ্ছ বার্তায় তিনি বলেন ‘এবারের পহেলা বৈশাখে মানুষে মানুষে বিভেদ ও বিভাজন দূর করে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করবে।’
তিনি বলেন, ‘ফ্যাসিস্টদের পতনের পর এবারের পহেলা বৈশাখ স্বস্তির সাথে উদযাপিত হবে। তাই আমি বিশ্বাস করিমানুষে মানুষে বিভেদ ও বিভাজন দূর করে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে পহেলা বৈশাখের উৎসব ভরে উঠবে পারস্পরিক শুভেচ্ছায়।’
‘নববর্ষের প্রথম প্রহরে আমাদের অগণিত সমর্থক, শুভানুধ্যায়ী ও দেশবাসী সহ দিরাই-শাল্লাবাসকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।’
পহেলা বৈশাখ থেকেই শুরু হয় নতুন বছরকে বরণ করে নেওয়ার আকুলতা। নতুন বছর মানেই অতীতের সব ব্যর্থতা ও জরাজীর্ণতা পেছনে ফেলে নতুন উদ্দীপনা ও উৎসাহে নতুন গতিশীল কর্মপ্রবাহে সুন্দর ও সমৃদ্ধ আগামী নির্মাণ করা। দিরাই-শাল্লায় সেই নতুনের অবরাশ্রম হোক। নতুনদের হাতেই উঠুক দিরাই-শাল্লার আগামী উন্নয়নের ভার।