মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ন
দিরাই প্রতিনিধি::
দিরাই-শাল্লাবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন দিরাই-শাল্লার সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী। তিনি বলেন, বাংলা নববর্ষ বাংলাদেশিদের হৃদয়ে তার প্রকাশ অনন্য ভিন্নরূপ। আমি এই উৎসবমুখর দিনে দেশ-বিদেশের সব বাংলাদেশি সহ দিরাই-শাল্লাবাসীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।’
সুপ্রাচীনকাল ধরে গড়ে ওঠা ভাষা ও কৃষ্টির নিবিড় বন্ধন ভেঙ্গে ফেলার জন্য বিদেশি আধিপত্যবাদী প্রভুরা সাংস্কৃতিক আধিপত্য বিস্তারের জন্য মহাপরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে। আমাদের এ সম্পর্কেও সচেতন ও সদা জাগ্রত থাকতে হবে।’ আমরা গত ১৭ বছর একটি আধিপত্যবাদের বিরোদ্ধে সংগ্রাম করে ফ্যাসিবাদ হটিয়েছি। এদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য সর্ব্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। আমি ব্যাক্তিগভাবে ঘরকে পর করে রাজপথকে ঠিকানা করেছিলাম। আমাদের সকলের ত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিবাদের পতন ঘটাতে পারলেও মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে পারিনে। আসুন সবাই মিলে মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেওয়ার জন্য এ সরকারকে নির্বাচনের দিনক্ষণ ঠিককরে দেওয়ার আহ্বান জানাই।
নববর্ষ সবার জিীবনে বয়ে নিয়ে আসুক অনাবিল সুখ-শান্তি।