মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৮:০১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রাঘাতে দেলোয়ার হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে হঠাৎ করে শান্তিগঞ্জ উপজেলায় ঝড়ো বাতাস শুরু হয়। এসময় নোয়াগাঁও গ্রামের বাড়ির পাশে মাঠে চড়ানো গরু আনতে যান দেলোয়ার হোসেন। গরু নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতের আঘাতে মাঠেই পড়ে যান তিনি। পরে স্থানীয়রা থাকে উদ্ধার করে স্থানীয় কৈতক ২০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার মৃত ঘোষণা করেন।