মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন
আল-মারজান বিজয় পাশা::
ষোলঘর ফুটবল প্রিমিয়ার লীগের ৫ম আসরের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। খেলায় লতিফ স্কোয়াড বিজয়ী তহয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৪টায় শহরের নবীনগর ধারারগাঁও মাঠে লতিফ স্কোয়াড বনাম মারিয়াম ইলিভেনের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের মধ্যে গোলশূন্য থাকায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে বিজয়ী হয় লতিফ স্কোয়াড।
রেফারির দায়িত্ব পালন করেন সুনামগঞ্জ রেফারি এসোসিয়েশনের রেফারি ইকবাল হোসেন। খেলা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুমাইয়া ফারিহা ফুটবল টিমের স্বত্ত্বাধিকার আব্দুল হালিম রুকন। আমজাদ হোসাইনের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ লিলু, যুগ্ম আহবায়ক তৌহিদুল আলম রাজ্জাকী, যুগ্ম আহবায়ক, নূর উদ্দিন, সুনামগঞ্জ পৌরসভা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক মুর্শেদ আলম, যুগ্ম আহবায়ক আকবর আলী, যুগ্ম আহবায়ক ওমর খৈয়াম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার সভাপতি মোহাম্মদ মোমতাজুল হাসান আবেদ, জেলা ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সোহেল আহমদ, ষোলঘর তাহফিজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার পরিচালক আব্দুস শহীদ গাজী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সালাহউদ্দিন, রুবেল, হীরা, আবু সাঈদ, শাহীন, দিলুয়ার, দুলাল, এনাম, রাহুল, জাহেদ, সম্রাট,জাহাঙ্গীর, শামসুদদীন প্রমুখ।