বুধবার, ০৯ Jul ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন

শীর্ষ সংবাদ :
জনগণের আশা-আকাঙ্ক্ষা” প্রতিফলিত হয়েছে ৩১ দফায়… এডভোকেট নুরুল ইসলাম নুরুল বাড়ীবাড়া দিতে দেড়ী হওয়ায় ভাড়াটিযাকে তালাবদ্ধ করে রাখলেন বাড়িওয়ালা একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তিরা দেশের শান্তি চায় না… পাবেল চৌধুরী দিরাইয়ে আবু সাঈদ হত্যাকাণ্ড: নিহতের পরিবারের পাশে অ্যাডভোকেট শিশির মনির সুনামগঞ্জে ‘ভয়েস অব ক্লিন সোসাইটি’র আত্মপ্রকাশ সিলেট-সুনামগঞ্জ সড়কে মুখোমুখি বাস সংঘর্ষ মাসুম ট্রেডার্স ও আনোয়ার মিষ্টান্ন কে জরিমানা শাল্লায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু টাঙ্গুয়ার হাওরে অসামাজিক কার্যকলাপের অভিযোগ দিরাইয়ে নিহত আবু সাঈদের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে শিশির মনিরের আইনি নোটিশ

সুনামগঞ্জে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দ্রুত পাকা ধান কাটার অনুরোধ জেলা প্রশাসকের

স্টাফ রিপোর্টার::

আগামী এক সপ্তাহ টানা বৃষ্টির শঙ্কায় সুনামগঞ্জের হাওরাঞ্চলে পাকা ধান দ্রুত কেটে ফেলার জন্য আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় সুনামগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং থেকে এই আহ্বান জানান তিনি।

এসময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া জানান, আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ১৮ এপ্রিল থেকে সুনামগঞ্জে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের ফলে নদ–নদীর পানি বাড়তে পারে। এসময় পাকা ধান কাটতে একটু সমস্যা হতে পারে এর ফলে হাওরে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। যার কারণে কৃষকদের পাকা ধান ঝুঁকির মধ্যে পড়তে পারে। তাই কৃষকদের দ্রুত ধান কাটার পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান,‘আমরা কৃষকদের ধান কাটার বিষয়ে সব ধরনের সহায়তা করছি। ধান কাটার জন্য পর্যাপ্ত শ্রমিক ও যন্ত্রপাতির ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও, কৃষকদের পাকা ধান দ্রুত কাটা, ধান শুকানো ও সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষকদের ধান কাটার জন্য সব ধরনের সহযোগিতা করা হবে।

প্রেস ব্রিফিংয়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, ‘আবহাওয়া পূর্বাভাসনুযায়ী সুনামগঞ্জ এবং ভারত সীমান্তের পাহাড়ি অঞ্চলগুলোতে স্বাভাবিকের চেয়ে ভারি বৃষ্টিপাতের আশঙ্কা আছে। এসময় হাওরের নীচু এলাকা প্লাবিত হতে পারে এবং পাকা ধান যদি থাকে কিছুটা ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।’

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোস্তফা ইকবাল আজাদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদারসহ, জেলা প্রশাসন, কৃষি বিভাগের কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2025 surmapostnewsbd.com
Design & Developed BY Ohhre Technologies Limited.