সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন

জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে সমন্বয় সভা

সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় স্থানীয় সার, বীজ কিটনাশক ও ব্যবসায়ীদের সাথে সমন্বয় সভা ও বাজার প্রচার বিষয়ক সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার সাচনা বাজার ইউনিয়নের দুর্লভপুর বাজারে সমন্বয় অনুষ্টিত হয়। বেসরকারী এনজিও সংস্থা কারিতাস বাংলাদেশ এর ইএল‌এস‌আরপি প্রকল্পের আয়োজনে, প্রকল্পের কৃষকদের উৎপাদিত সবজি ও ফসল বাজারজাতকরণ ও বাজার সম্প্রসারণের জন্য এই সভা আয়োজন করা হয়। দুর্লভপুর বাজার কমিটির সদস্যদের সাথে সমন্বয় সভায় সভাপতিত্ব করেন দুর্লভপুর বাজার কমিটির সভাপতি হাজী এমদাদুল হক আফিন্দী। কারিতাস বাংলাদেশ এর ইএলএসআর‌পি প্রকল্পের মাঠ সহায়ক কল্যাণ ব্রত তালুকদারের সঞ্চালনায়, মুল আলোচক হিসেবে বক্তব্য রাখেন কারিতাস বাংলাদেশ এর ইএলএসআরপি প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা স্বপন নায়েক। বিশেষ অতিথি সাচনা বাজার ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড মেম্বার জয়নাল আবেদীন, ব্যবাসায়ী রেজ‌ওয়ানুল হক, ফারুক মিয়া, হোসেন আহম্মদ আফিন্দী, আলমগীর, আব্দুল হক সহ বাজার কমিটির সদস্য / সদস্যা বৃন্দ উপস্থিত ছিলেন।
বাজার কমিটির সভাপতি হাজী এমদাদুল হক আফিন্দী বলেন কৃষকদের উৎপাদিত সবজি ও ফসল বাজারজাতকরণে কমিটির সর্বাত্মক সহযোগিতা করবেন এবং জৈব পদ্ধতিতে উৎপাদিত সবজি ও জৈব সারের ব্যবহারের ক্ষেত্রে কারিতাসের কার্যক্রম প্রসংসনীয়। আমাদের এলাকায় কারিতাস বাংলাদেশ এর ইএলএসআরপি প্রকল্পের প্রশংসার দাবী রাখে।

সাইফ উল্লাহ
মোবা: ০১৭১২৪৫১৪৪৬
তারিখ: ১৭/৪/২৫

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2025 surmapostnewsbd.com
Design & Developed BY Ohhre Technologies Limited.