শনিবার, ১৪ Jun ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি
দিরাই পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) সমন্বয়কারী ও প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুরের মায়ের মৃত্যুতে বিশ্বনাথ পিএফজির শোক প্রকাশ।
বিশ্বনাথ পিএফজির অ্যাম্ভাসেডর অধ্যাপক মোনায়েম খান, সাংবাদিক তজম্মুল আলী রাজু, সহকারী অধ্যাপক নাসরিন জাহান, কো-অর্ডিনেটর সাংবাদিক বদরুল ইসলাম মহসিন লিখিত এক শোক বার্তার তারা মরহুমার রোহের মাগফেরাত কামনা করেন এবং মহান সৃষ্টিকর্তার কাছে মরহুমার বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন পিএফজির অ্যাম্ভাসেডর নেতৃবৃন্দ।
সাংবাদিক সামছুল ইসলাম সরদার খেজুরের মা মঙ্গলবার বেলা দেড়টায় দিরাইস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন।