শনিবার, ১৪ Jun ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে আকস্মিক বন্যার বিশেষ সতর্কবার্তা জারি করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়।
জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জ (ত্রাণ ও পুনর্বাসন শাখা) স্মারক নম্বর: ৫১.০১.৯০০০.০০০.১৬.০০৯.২১.৫৬১ ০১ তারিখ ১৫ মে জানানো হয়, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর-এর স্মারক নম্বর: ৫১.০১.০০০০.০১৫.২০.০৮৪.২৪.১০০ তারিখ: ১৫/০৫/২০২৫ খ্রি. উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জনানো যাচ্ছে যে, সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী উপজেলাসমূহে আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে।
এমতাবস্থায়, সুনামগঞ্জ জেলার সকল উপজেলায় যথাযথ প্রস্তুতিসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীগণকে সতর্ক থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
এ পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক, সুনামগঞ্জ এর কার্যালয়ে একটি জরুরি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। জরুরি কন্ট্রোল রুমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার হলেন সাকিবুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জ। মোবাইল নম্বর ০১৫২১-৪৯৫১৭৫
জেলা ত্রাণ ও পুর্নর্বাসন কর্মকর্তা (অ: দা:) সুনামগঞ্জ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।