শনিবার, ১৪ Jun ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন
দিরাই প্রতিনিধি::
মোহাম্মদ শিশির মনির ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ড খেলা শেষ হয়েছে ২য় রাউন্ড শুরু হবে আগামী ১৯মে থেকে।
সোমবার ১৯ মে বিকাল ৩ টায় ভরারগাঁও গ্যালাক্সি বনাম ভাই ভাই স্পোর্টিং ক্লাব, বিকাল ৪ টায় বাংলা বাজার সানফ্লাওয়ার বনাম কাউয়াজুড়ি স্পোর্টিং ক্লাব এর মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার ২০ মে বিকাল ৩ টায় ভরারগাঁও ফুটবল ক্লাব বনাম রাণিগঞ্জ ফুটবল ক্লাব, বিকাল ৪ টায় দিরাই আবাহনী ফুটবল ক্লাব বনাম ছাতক রেড সিগন্যাল, বুধবার ২১ মে বিকাল ৩ টায় সিএনজি স্পোর্টিং ক্লাব বনাম ভাই ভাই স্পোর্টিং ক্লাব চানপুর ৪ টায় ঘাগটিয়া পশ্চিম পাড়া ফুটবল ক্লাব বনাম শনিবার চার ঘটিকার বিজয়ী বৃহস্পতিবার ২২ মে শনিবার তিন ঘটিকার বিজয়ী বনাম হারণপুর ফুটবল ক্লাব, ৪ টায়
রবিবারের বিজয়ী বনাম আজাদী জুনিয়র সুনামগঞ্জ এর মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের আধাঘন্টা পূর্বে মাঠে উপস্থিত হতে হবে এবং আবহাওয়াজনিত কারণে খেলার সময় ও তারিখ পরিবর্তন হতে পারে। যা পরে জানিয়ে দেওয়া হবে। প্রয়োজনে: এহসান উদ্দিন, ০১৭২২-২৩০০৮০ ও উবায়দুল হক, ০১৭১২-৩২৪৭৪৬ নাম্বারে যোগাযোগ করা যেতে পারে।