শনিবার, ১৪ Jun ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন

সুনামগঞ্জে আন্তঃউপজেলা অধিকার পরিষদ এর আত্মপ্রকাশ

স্টাফ রিপোর্টার::

তাহিরপুর, জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার ও দিরাই-এই পাঁচটি উপজেলার কল্যাণ সমিতির সমন্বয়ে ও পরবর্তীতে যেসব উপজেলা সমিতি গঠন হবে তাদের সম্মিলিত প্রয়াসে ‘আন্তঃউপজেলা অধিকার পরিষদ’ নামে একটি নতুন সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটছে। শুক্রবার শহরের বীর মুক্তিযোদ্ধ শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী হলরুমে আত্মপ্রকাশ উপলক্ষ্যে সাংবাদিকদর সাতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আন্তঃউপজেলা অধিকার পরিষদ এর আহ্বায়ক নুরুল হক আফিন্দীর সভাপতিত্বে ও দোয়ারাবাজার উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আফিকুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ, জগন্নাথপুর উপজেলা সমিতির সভাপতি ও আন্তঃউপজেলা অধিকার পরিষদ এর উপদেষ্ঠা সৈয়দ মুহিবুল ইসলাম।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাজুল ইসলাম, বেলায়েত হোসেন ও হাজী আবুল বরকত।

স্বাগত বক্তব্য রাখেন, আন্তঃউপজেলা অধিকার পরিষদ এর সদস্য সচিব মাসুদ জামান লিটন ও তাহিরপুর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক ফজলুল করিম সাইদ।

সভায় জানানো হয়, সংগঠনের মাধ্যমে একটি দীর্ঘমেয়াদি রোডম্যাপ গ্রহণ করা হবে-যার মধ্যে থাবে, সময়োপযোগী দাবি উপস্থাপন, জনপ্রতিনিধি ও প্রশাসনের সাথে নিয়মিত সংলাপ, স্থানীয় সমস্যা নিয়ে গণমাধ্যমে সক্রিয় ভূমিকা, স্বেচ্ছাসেবী কার্যক্রম ও জনসচেতনতামূলক ক্যাম্পেইন।

লিখিত বক্তব্যে নুরুল হক আফিন্দী বলেন, আজ আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক দিন। তাহিরপুর, জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার ও দিরাই-এই পাঁচটি উপজেলার কল্যাণ সমিতির সমন্বয়ে ও পরবর্তীতে যেসব উপজেলা সমিতি গঠন হবে তাদের সম্মিলিত প্রয়াসে ‘আন্তঃউপজেলা অধিকার পরিষদ’ নামে একটি নতুন সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটছে। আপনাদের উপস্থিতির মাধ্যমে আমরা এই আত্মপ্রকাশকে আরও অর্থবহ করে তুলতে পারছি, এজন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

আমাদের এই সংগঠন মূলত একটি প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে-নাগরিক অধিকার, সরকারি-বেসরকারি সেবা, উন্নয়ন প্রকল্প এবং জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে একযোগে সোচ্চার ও সংগঠিত ভূমিকা পালন করবে। আমরা বিশ্বাস করি, উন্নয়ন ও নাগরিক সেবার ক্ষেত্রে জনগণের কণ্ঠস্বর শক্তিশালী হলে প্রশাসনিক কার্যক্রম আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব হবে।

আমরা লক্ষ্য করছি, আমাদের অঞ্চলের অনেক মৌলিক সমস্যা-যেমন: রাস্তাঘাটের বেহাল অবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠানের অনুপযুক্ত অবকাঠামো, স্বাস্থ্যসেবা সংকট, বেকারত্ব, নদীভাঙন ও হাওর ব্যবস্থাপনার দুর্বলতা-এই সব বিষয়ে যথাযথভাবে কর্তৃপক্ষের নজরদারি নেই। আলাদা আলাদা উপজেলায় নানা ধরনের প্রচেষ্টা থাকলেও, সমন্বিত আন্দোলনের অভাবে অনেক সময় এসব দাবিগুলো উপেক্ষিত থেকে যায়। সেই অভাব পূরণে ‘আন্তঃউপজেলা অধিকার পরিষদ’ একটি সম্মিলিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2025 surmapostnewsbd.com
Design & Developed BY Ohhre Technologies Limited.