শনিবার, ১৪ Jun ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন

দৈনিক কালবেলার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন কুদরত পাশা

সাংবাদিক একে কুদরত পাশা দৈনিক কালবেলার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন। পত্রিকাটির সম্পাদক সন্তোষ শর্মা স্বাক্ষরিত নিয়োগপত্র সূত্রে জানা গেছে, আজ ১৫ মে ২০২৫ থেকে এ নিয়োগ কার্যকর হবে।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে একে কুদরত পাশা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। ১৯৯৫ সালে তিনি সংবাদপত্রে কর্মজীবন শুরু করেন। ১৯৯৬ সালে তিনি দিরাই প্রেসক্লাবের সদস্যপদ লাভ করেন। এরপর তিনি ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত দৈনিক আমার দেশ-এ দায়িত্ব পালন করেন।

বর্তমানে তিনি স্থানীয় দৈনিক ‘দৈনিক কাজির বাজার’-এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি এবং ‘দৈনিক সুনামকণ্ঠ’-এর স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাংবাদিকতা পেশার পাশাপাশি একে কুদরত পাশা সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সুনামগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সংবাদ সংশ্লিষ্ট যেকোনো কাজে একে কুদরত পাশার সঙ্গে যোগাযোগ করা যাবে এই নম্বরে: ০১৭১৫-২৩৬১৬৪। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2025 surmapostnewsbd.com
Design & Developed BY Ohhre Technologies Limited.