শনিবার, ১৪ Jun ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন

দোয়ারাবাজারে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু, নিখোঁজ ১

দোয়ারাবাজার প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজারে চেলা নদীতে বজ্রাঘাতে দু’জন বালু শ্রমিকের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন একজন।

শনিবার (১৭ মে) রাত সাড়ে ২ টায়  উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলা নদীতে এই ঘটনা ঘটে।

শনিবার বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক।

নিহতরা হলেন, সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার মৃত: আমির আলী’র পুত্র জুয়েল আহমদ (১৯), তেলিখাল ইউনিয়নের চাটিবহর টিলাপাড়া এলাকার মৃত: মজম্মিল আলী’র পুত্র আফিজ আলী (৪৫)। নিখোঁজ বালু শ্রমিক হলেন, কাঁঠাল বাড়ি এলাকার মৃত: মাশুক মিয়া’র পুত্র রুবেল মিয়া(২২)।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদূর্শী সূত্রে জানা যায়. শুক্রবার দিবাগত রাতে চেলা নদীতে বালু উত্তোলনের নৌকার ভাড়া টানা আসেন তারা। রাত সাড়ে ২ টার দিকে বৃষ্টি আসলে বজ্রপাতের কবলে পড়ে  নৌকায় থাকা শ্রমিকরা। পরে অন্যসহযোগিরা খবর পেয়ে ঘটনাস্থল হতে দু’জনকে উদ্ধার করে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এতে নিখোঁজ হয় আরেক বালু শ্রমিক।

ঘটনার খবর পেয়ে শনিবার সকালে ফায়ারসার্ভিসের একটি ডুবুরি দল দিনব্যাপী উদ্ধার কাজ পরিচালনা করেও নিখোঁজ শ্রমিককে উদ্ধার করতে পারেনি। এঘটনায় ওইদিন দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দোয়ারাবাজার থানার এস আই আব্দুল জলিল,এএসআই ফরহাদ হোসেন ও সঙ্গীয় ফোর্স।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2025 surmapostnewsbd.com
Design & Developed BY Ohhre Technologies Limited.