শনিবার, ১৪ Jun ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের ফোর্ব প্রকল্পের উদ্যোগে ন্যাশনাল ফোরাম অন ফোর্ব এন্ড হারমুনি সুনামগঞ্জ জেলা কমিটি সুনামগঞঘ্জ জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ মে শনিবার সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
কমিটির সমন্বয়ক মাওলানা নূর হোসাইন এর সভাপতিত্বে ও সহ সমন্বয়ক সিরাজুল ইসলাম পলাশ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীল মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান। বিশেষ অতিথি কন্যাশিশু এডভোকেসি ফোরাম সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি শাহীনা চৌধুরী রুব।
বক্তব্য রাখেন, সহ সমন্বয়ক সামিনা চৌধুর মনি, সৌমিক চক্রবর্তী, প্রিয়াংকা হিজরা, নূরুল হাসান আতাহার, সদস্য, মাওলানা, ইউনুছ, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা মুবাশ্বির আলী তৃষ্ণা আক্তার রোশনা, লক্ষী রানী দাস, প্রতিমা রানী দাস, ফুল মালা, সাংবাদিক জসিম উদ্দিন, মাসুম হেলাল, কর্ণ বাবু দাস, আমিনুল হক, দিলাল আহমদ, আল মারজান।
র্কমসূচিকে আরও শক্তশিালী ও গতিশীল করার লক্ষ্যে এ ফোরামে র্ধম অথবা বশ্বিাসরে স্বাধীনতা এবং সম্প্রীতি নিয়ে চলমান র্কমসূচিতে যুক্ত সবাই নিজ নিজ জায়গা থেকে কাজ করা প্রতিজ্ঞাবদ্ধ হন। এসময় তারা আগামী কর্মসূচি নির্ধারণের জন্য অফিসের সহযোগিতা কামনা করেন।