শনিবার, ১৪ Jun ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের কদম্বতলী গ্রামে “কদম্বতলী দেশ ও প্রবাস ঐক্য যুব সংঘ” নামে একটি সেবামূলক সংগঠন গঠন করা হয়েছে। রবিবার ২৯ সদস্যের উপদেষ্টা পরিষদ ও ১০১ সদস্যের কমিটি গঠন কনরা হয়। কমিটিতে সভাপতি পদে ছালেক মিয়া ও সাধারণ সম্পাদক পদে উজ্জাল চন্দ কে মনোনীত করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সহসভাপতি- রিজন মিয়া, সহ সাধারণ সম্পাদক- ফজলু মিয়া তালুকদার, কোষাধ্যক্ষ- কাওসার আলম মিটু, সহ কোষাধ্যক্ষ- ১-আক্কাস মিয়া, ২- রাফি মিয়া, সমাজ সেবা সম্পাদক- রুহেল মিয়া, সহ সমাজ সেবা সম্পাদক- আল মামুন মিয়া, সাংগঠনিক সম্পাদক- রুহান তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক- তমাল দেব, প্রচার সম্পাদক- আছাদ তালুকদার, সহ প্রচার সম্পাদক-মো:লিটন মিয়া, শিক্ষা সম্পাদক-জাবের মিয়া, সহ শিক্ষা সম্পাদক-মো:রোমন খান, সাংস্কৃতিক সম্পাদক- জুসে মিয়া, সহ সাংস্কৃতিক সম্পাদক- সাগর দাস, প্রবাসী সম্পাদক- নয়ন ভট্টাচার্য্য, সহ প্রবাসী সম্পাদক- জুবেল মিয়া, দপ্তর সম্পাদক-মো:মাতুল মিয়া, সহ দপ্তর সম্পাদক- জুবের মিয়া, ক্রিড়া সম্পাদক- শাহীন মিয়া, সহ ক্রিড়া সম্পাদক- মাজিদুল মিয়া, পরিবেশ সম্পাদক- মো:দবির মিয়া, সহ পরিবেশ সম্পাদক-মো:সোহাগ মিয়া, দূর্যোগ বিষয়ক সম্পাদক- মোঃ রেজুয়ান মিয়া, সহ দুর্যোগ বিষয়ক সম্পাদক-মো: জুবের মিয়া, সদস্য আবু জাহেদ, শামরুল ইসলাম প্রমূখ।