শনিবার, ১৪ Jun ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি::
স্কুল মাঠে উড়ছে পতাকা, নেই শিক্ষক-শিক্ষার্থী এই শিরোনামে গতকাল বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পুরান বাঁশতলা সরকারি প্রাথনিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষককদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার।
রবিবার (১৮মে) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিষয়টি নজরে আসার পর সেই প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের পৃথক পৃথকভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ওই প্রধান শিক্ষককে আগামী সাত কার্যদিবসের মধ্যে সন্তোষজনক জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।
একাধিকবার চেষ্টা করেও প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
উল্লেখ্য সরকারি নির্দেশনা অনুযায়ী ১৭ মে শনিবার দেশের সব প্রাথমিক বিদ্যালয় খোলা থাকার কথা থাকলেও সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার পুরান বাঁশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিত্র ছিল ভিন্ন। বিদ্যালয়ের মাঠে জাতীয় পতাকা উড়লেও, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের দেখা মেলেনি। নির্ধারিত সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাঠদান চলার কথা থাকলেও দুপুর ২টার আগেই বিদ্যালয়ে তালা ঝুলতে দেখা যায়।