শনিবার, ১৪ Jun ২০২৫, ০৭:২৮ অপরাহ্ন

জামালগঞ্জ ইয়থ পিস এ্যাম্বাসেডর গ্রুপ’র ত্রৈমাসিক ফলো-আপ সভা

জামালগঞ্জ প্রতিনিধি::

জামালগঞ্জ ইয়থ পিস এ্যাম্বাসেডর গ্রুপ’র উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপএস প্রকল্পের সহযোগিতায় ত্রৈমাসিক সভাম ঙ্গলবার সদর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ওয়াই পিএজির সদস্য ছাদিকুর রহমান স্বাধীন এর সভাপতিত্বে ও তামান্না আক্তার এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লা আল-মামুন, বিশেষ অতিথি জামালগঞ্জ পিএফজি সদস্য আল-আমিন। স্বাগত বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা।

সভায় জানানো হয়, একটি উদার অসম্প্রাদায়িক, বহুত্ববাদী সহনশীল, মুক্ত, মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে কাজ করছি আমরা। ছাত্রদের কল্যাণে আগামী নতুন নতুন কর্মসূচি হাতে নেওয়া হবে।

সভায় বক্তব্য রাখেন, আনোয়ার হোসেন, ফারিহা ইসলাম, জাহাঙ্গীর আলম, লিটন মিয়া, সালমা খাতুন, রুমানা আক্তার, মারুফ আহমদ, সুমাইয়া সিদ্দিকা, মারিয়া আক্তার প্রমূখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2025 surmapostnewsbd.com
Design & Developed BY Ohhre Technologies Limited.