শনিবার, ১৪ Jun ২০২৫, ০৮:১৭ অপরাহ্ন

ওসমানীনগরে পরকীয়ায় আসক্ত স্ত্রীকে তালাক দিয়ে বিপাকে প্রবাসী

ওসমানীনগর প্রতিনিধি::

সিলেটের ওসমানীনগরে পরকীয়া প্রেমে আসক্ত স্ত্রীকে তালাক দিয়ে বিপাকে পড়েছেন এক ইতালী প্রবাসী। উল্টো তার বিরুদ্ধে প্রহসনমুলক রায়,হয়রানিসহ জোড় পূর্বক সম্পত্তি দখলের অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার। এঘটনায় থানায় লিখিত অভিযোগসহ সিলেট আমল গ্রহনকারী আদালতে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ভূক্তভূগী পরিবারের সদস্যরা।

বুরুঙ্গা বাজার ইউনিয়নের খয়েরপুর গ্রামের ইতালী প্রবাসী আব্দুল হাদী একই গ্রামের শিল্পী বেগমকে পারিবারিকভাবে বিয়ে করেন ২০০৫সালে। সংসার জীবনে তাদের একটি পুত্র সন্তান মারা গেলেও ১৪বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। ইতালীতে স্থায়ী হওয়ার অপেক্ষায় ৯বছর দেশে আসা হয়নি হাদীর। দীর্ঘদিন প্রবাসে থাকার সুযোগে পরকীয়ায় আসক্ত হন তার স্ত্রী। সর্বশেষ এক যুবকের সাথে একটি আবাসিক হোটেলে আপত্তিকর অবস্থায় ধরা পড়ারও অভিযোগ উঠে। স্ত্রী বেপরোয়া আচরণে স্বামী-স্ত্রীর মধ্যে দুরত্বের সৃষ্টি হলে মেয়ের ভবিষ্যত বিবেচনায় পুনরায় সংসার জীবনে ফেরাতে ব্যর্থ হয়ে স্ত্রীকে তালাক প্রদানের সিদ্ধান্ত নেন প্রবাসী।

ইতালী থেকে একটি লিখিত পত্রে গত বছরের ৮অক্টোবর স্ত্রীকে তালাক প্রদান করেন হাদী। তালাক প্রাপ্ত স্ত্রীর ন্যায্য অধিকার পরিশোধসহ অসুস্থ মায়ের চিকিসার জন্য দেশে আসেন তিনি। দেশে এসে বিদেশ থেকে পাঠানো অর্থ না পেয়ে অর্থ আত্মসাতের অভিযোগে ২১মার্চ ৫জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ প্রদান করেন প্রবাসী।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করলে ২৩এপ্রিল রাতে নিজ বাড়িতে ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমানের পক্ষপাতদুষ্ট আচরণে স্ত্রীর মোহরনার ২লক্ষ টাকার পরিবর্তে ৮লক্ষ টাকা,২টি বেডরুম,মার্কেটে দুটি দোকান ঘর,৬একর জায়গা,সন্তানের ব্যায়ভার হিসেবে প্রতি মাসে ১০হাজার টাকা প্রদানের সিদ্ধান্ত দেন আখলাকুর। মোহরনাসহ সন্তানের ভরণপোষনের অর্থ পুরণের আশ্বাস দিলেও বিতর্কিত অন্য সিদ্ধান্তের বিরোধীতা করায় শালিস বৈঠকেই চেয়ারম্যানসহ তার লোকজন হামলা চালায় আব্দুল হাদীর পরিবারের উপর। হামলায় আহত প্রবাসীসহ তার পরিবারের অপর সদস্য আহত হন। এঘটনায় ৫মে চেয়ারম্যান আখলাকুর রহমানসহ ৫জনকে অভিযুক্ত করে সিলেট আমল গ্রহণকারী আদালতে একটি মামলা দায়ের করেন প্রবাসীর ভাই আব্দুল খালিক।এর আগে ২৭এপ্রিল নোটারি পাবলিকের মাধ্যমে স্ত্রীকে পূনরায় তালাক প্রদান করেন তিনি। নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে ৪মে সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে প্রাশাসনের হস্তক্ষেপ কামনা করে পরিবারটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2025 surmapostnewsbd.com
Design & Developed BY Ohhre Technologies Limited.