শনিবার, ১৪ Jun ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন
ছাতক প্রতিনিধিঃ
ছাতকে নিজ এলাকায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধে জড়িয়ে আছাদনগর গ্রামের সাধারণ মানুষদের মামলা-মোকদ্দমার ভয়ভীতি প্রদর্শন সহ বিভিন্নভাবে হয়রানি করে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে উপজেলা পরিষদ মসজিদের ঈমামের বিরুদ্ধে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি অভিযোগ ও দিয়েছেন নোয়ারাই ইউনিয়নের আছাদনগর গ্রামের বাসিন্দারা।
অভিযোগে বলা হয়েছে গ্রামের মধ্যে পক্ষে-বিপক্ষে রয়েছে বিভিন্ন বিরোধ। এর মধ্যে জায়গা-জমি সংক্রান্ত বিরোধ ও রয়েছে অনেক । কিন্তু উপজেলা পরিষদ জামে মসজিদের ঈমাম মাওলানা আমিন উদ্দিন গ্রামের এসব বিরোধে নিজেকে জড়িয়ে বিভিন্ন ভাবে ফায়দা হাসিল করছেন। তিনি গ্রামের বাসিন্দাদের নানা ভাবে ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছেন। আছদনগর গ্রামের মানুষকে মামলার ভয় দেখিয়ে
হয়রানি করছেন তিনি।
তার এমন কর্মকান্ডে গ্রামের আব্দুর রহিম নামের একজন সোমবার ১৯ মে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে গ্রামের সাহিদ আলী,আতিক উল্লাহ,মকবুল আলী,শোয়াইব আহমদ, সিরাজ আলী,জহুর উদ্দিন সহ ২৫ জনের স্বাক্ষর রয়েছে। অভিযোগের কপি ছাতক সেনাক্যাম্প ও থানায় দেয়া হয়েছে।