শনিবার, ১৪ Jun ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন
দিরাই প্রতিনিধি:
আগামী ২৯ মে’র মধ্যে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার প্রতিটি ইউনিয়নে ও পৌরসভার সকল ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র কমিটি গঠন করতে হবে-জেলা বিএনপির পক্ষ থেকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ১৮ মে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিমউদ্দিন আহমেদ মিলন ও যুগ্ম আহ্বায়ক (সদস্য সচিব পদমর্যাদার) এডভোকেট আব্দুল হক স্বাক্ষরিত একটি চিঠিতে দিরাই উপজেলা ও পৌর বিএনপির নেতাদের এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বিষয়টিকে “অতীব জরুরি ও গুরুত্বপূর্ণ” হিসেবে উল্লেখ করে বলা হয়, আগামী ২ জুন সিলেট বিভাগীয় টিমের সভায় দিরাই উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ককে সাংগঠনিক রিপোর্ট দাখিল করতে হবে।
প্রসঙ্গত, প্রায় ১১ বছর পর গত ২৪ ফেব্রুয়ারি দিরাই উপজেলা ও পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। প্রথমে আংশিক কমিটি ঘোষণা করা হলেও পরে গত ৪ মার্চ ২১ সদস্যবিশিষ্ট করে দুইটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান আমির হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোনীত হন মঈন উদ্দিন চৌধুরী মাসুক। অন্যদিকে, পৌর বিএনপির আহ্বায়ক হন মিজানুর রহমান মিজান এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান এডভোকেট ইকবাল হোসেন চৌধুরী।
দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও সুসংগঠিত ও নির্বাচন মুখী করতেই এ সাংগঠনিক নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে চলমান সাংগঠনিক পুনর্গঠন কার্যক্রমের অংশ হিসেবেই দিরাই উপজেলায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
এ বিষয়ে দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতারা জানান, “জেলার নির্দেশনার প্রেক্ষিতে আগামীকাল বুধবার উপজেলা বিএনপির জরুরি সভা আহবান করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করবো।”