শনিবার, ১৪ Jun ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন

দোয়াবারাবাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার

দোয়ারাবাজার প্রতিনিধি::

সুনামগঞ্জ জেলার দোয়ারবাজার উপজেলা আওয়ামী লগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলার দোহালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ান হোসেন আনু (৫৫) কে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দোয়ারাবাজার উপজেলার প্রতাপপুর গ্রামের মৃত বশির মিয়ার ছেলে।

সোমবার দিবাগত রাত ৩ টায় ছাতক পৌর এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। দোয়ারাবাজরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ১০৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ১৫(৩)/২৫-ডি এর তদন্তে প্রাপ্ত আসামী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা সুনামগঞ্জ সদর থানার মামলা নং ০৫ তারিখ- ০৪/০৯/২০২৪ ধারা- আইন শুঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইনের ৪/৫ তঃসহ পেলান কোড ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/১০৯/১১৪/৩৪ এর এজাহার নামীয় ৪৮ নম্বর আসামী কাজী আনোয়ার হোসেন আনু।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2025 surmapostnewsbd.com
Design & Developed BY Ohhre Technologies Limited.